সংবাদদাতা, বর্ধমান: অ্যাসবেসটসের ছাউনি ভেঙে ঘর থেকে সোনার গয়না ও ৯০ হাজার টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতদের নাম শেখ জব্বর, হাসিব মণ্ডল, শুকদেব মালিক ওরফে হাবু ও তপন কিস্কু। চারজনেরই বাড়ি মেমারি থানা এলাকায়। শুক্রবার ভোররাতে ঝুঝারপুর থেকে শুকদেব ও তপনকে গ্রেপ্তার করা হয়। পরে দেবীপুর স্টেশনবাজার এলাকা থেকে বাকিদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে চুরির ৭৬৮০ টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের তিনদিনের পুলিস হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। মেমারির বীরশিমূল গ্রামের বাসিন্দা নীলকমল পুরকাইত সপরিবারে হুগলির পাণ্ডুয়ায় ভাইঝির অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বুধবার বিকেল ৪টে নাগাদ বাড়ি ফিরে দেখেন, ঘরের অ্যাসবেসটসের চাল ভাঙা। ঘর থেকে ৪ ভরি সোনার গয়না ও ৯০ হাজার টাকা চুরি গিয়েছে।