• নির্দেশ অমান্য, দেদার পণ্য পরিবহণ, ময়নাগুড়িতে আটক ২০টি টোটো
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: পুলিস ও প্রশাসনের নির্দেশ অমান্য করে টোটোয় দেদার পণ্য পরিবহণ চলল ময়নাগুড়িতে। টোটোয় পণ্য বহন করা যাবে না বলে বুধবারই বৈঠক করে ইউনিয়নগুলিকে জানিয়েছিল পুলিস। দু’দিনের মধ্যেই ফের একই চিত্র শহরের রাস্তায়। পণ্য নিয়েই একের পর এক টোটো চলল গন্তব্যের দিকে। সেই খবর পেয়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযান করে পণ্যসহ ২০টি টোটো আটক করে ট্রাফিক বিভাগ। প্রশাসন জানিয়েছে, শুক্রবার ব্যক্তিগত বন্ডে ছাড়া হলেও টোটোচালকদের সতর্ক করে দেওয়া হয়েছে। আগামীতে এই নিয়ে কড়া পদক্ষেপ করা হবে। 


    পুরসভা নম্বর প্লেট দেবার জন্য টোটোচালকদের ফর্ম বিতরণ করা হয়েছিল। এই ফর্মে জানানো রয়েছে, টোটোয় কোনও পণ্য নেওয়া যাবে না। কিন্তু টোটোচালকরা প্রশাসনের নির্দেশ অমান্য করেছেন। একাধিকবার বৈঠকের পরেও শোধরায়নি তাঁরা।


    ১৭ নম্বর ওয়ার্ডের টোটো ইউনিয়নের সম্পাদক কানাই দাস বলেন, কেউ আইন না মানলে প্রশাসন ব্যবস্থা নেবে। টোটোয় সামগ্রী পরিবহন করা যাবে না বলে পুরসভা এবং থানা জানিয়েছে। এরপরও যাঁরা তা মানছেন না, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হোক। ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, টোটোচালকদের সঙ্গে আমরা একাধিকবার বৈঠক করেছি। পণ্য পরিবহণ না করার বিষয়টি তাদের জানানো হয়েছিল। সতর্ক করা হয়েছিল। এরপরও একের পর এক সামগ্রী নিয়ে তারা ঘোরাঘুরি করছে। সে কারণে কুড়িটি টোটো আটক করা হয়েছে। আমাদের অভিযান লাগাতার চলবে।
  • Link to this news (বর্তমান)