দু’টি পৃথক অভিযানে ২৩টি গোরু উদ্ধার শীতলকুচিতে
বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, শীতলকুচি: পাচারের আগেই ২৩টি গোরু উদ্ধার করল শীতলকুচি থানা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের বারোমাসিয়ায় অভিযান চালায় পুলিস। জনৈক আবদুল্লাহ মিয়াঁর বাড়িতে পাচারের উদ্দেশ্যে এনে রাখা ১৮টি গোরু উদ্ধার হয়। পরে ঘটনাস্থলে আসেন মাথাভাঙার এসডিপিও সমরেন হালদার, শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো। যদিও বাড়ির মালিক পুলিস আসতেই পালিয়ে যায়। ওসি জানিয়েছেন, অভিযুক্তের খোঁজ শুরু করা হয়েছে। অন্যদিকে, শুক্রবার দুপুরে পুলিসি টহলদারির সময় শীতলকুচি ব্লকের সুকান দিঘি চত্বর থেকে পাঁচটি গোরু উদ্ধার করে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন উদ্ধার হওয়া গোরুগুলি হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিস দেখে গোরু রেখে পালিয়ে যায় যারা গোরু নিয়ে যাচ্ছিল তারা। পাচারের উদ্দেশ্যেই গোরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারী অফিসারের। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানিয়েছেন, ২৩টি গোরুই খোঁড়ারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Link to this news (বর্তমান)