• রাস্তার কাজে কাটমানির দাবি তুলে ম্যানেজারকে মারধরের অভিযোগ
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: ঠিকাদারি সংস্থার ম্যানেজারের কাছে ১ লক্ষ টাকা কাটমানি চাওয়ার অভিযোগ উঠল গাজোল পঞ্চায়েত সমিতির সদস্য প্রমিলা মণ্ডলের স্বামী মিঠুন মণ্ডলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে মীর নাসিম আলি নামে ওই ম্যানেজারকে রড দিয়ে মারধরও করা হয় বলে অভিযোগ। গাজোল ব্লকের কৃষ্ণপুর-দোগাছির প্রায় চার কিমি ঢালাই রাস্তা তৈরি হচ্ছে। সেই রাস্তার কাজে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে।


    বৃহস্পতিবার সন্ধ্যায় গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঠিকাদারি সংস্থার ম্যানেজার। গাজোল থানার পুলিস জানিয়েছে, অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 


    জানা গিয়েছে, ২ কোটি ৬৫ লক্ষ টাকা খরচে ৪ হাজার ১০০ মিটার ঢালাই রাস্তার কাজ হচ্ছে। ঠিকাদারি সংস্থার ম্যানেজার মীর নাসিম আলি বলেন, সিংহভাগ কাজ শেষ। ৩০০ মিটারের মতো কাজ বাকি রয়েছে। কিন্তু বৃহস্পতিবার মিঠুন সহ কয়েকজন এসে ১ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে মারধর করে। কাজ বন্ধ করতে বলে।


    টাকা চাওয়া ও মারধরের অভিযোগ অস্বীকার করে মিঠুনের বক্তব্য,ঠিকাদারি সংস্থা পুরনো ঢালাইয়ের উপরেই নতুন কাজ করছে। পুরনো রাস্তা ভেঙে তারপর ঢালাই করার কথাইআমরা বলতে গিয়েছিলাম। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রমিলাও বলেন, পুরনো রাস্তা ভেঙে নতুন রাস্তা হোক। ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)