• বেঙ্গালুরু থেকে ফেরার পথে নিখোঁজ পরিযায়ী শ্রমিক, উদ্বেগ
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: গত ৮ নভেম্বর ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তপন মোদক। ১১ নভেম্বর বাড়ি ফেরার কথা ছিল তাঁর। পেশায় পরিযায়ী শ্রমিক তপন ১৮ মাস আগে কাজের জন্য ভিনরাজ্যে যান। মোবাইল নেই তাঁর। ১০ নভেম্বর রাতে অন্যের মোবাইল দিয়ে তপন শেষবার কথা বলেছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তপনের বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী। বৃদ্ধ বাবা-মা, দুই ছেলে আর স্ত্রী রয়েছে পরিবারে। আর্থিক অনটনে স্কুলছুট হয়েছে বড় ছেলে। সেও অর্থ উপার্জনের জন্য ভিনরাজ্যে গিয়েছে। সোমবার পর্যন্ত দিনহাটার বাড়িতে তপন না ফিরলেও তারই সঙ্গে ট্রেনে থাকা গ্রামের অন্য একজন বাড়ি ফিরেছেন। তাই তাঁর পরিবারের লোকেরা উদ্বেগে রয়েছেন। 


    ১১ নভেম্বর ট্রেন বোলপুর স্টেশন আসার পর থেকে তপনের কোনও খোঁজ মিলেছে না। ঠিকাদারের কাছ থেকে এ খবর শোনার পরে কান্নায় ভেঙে পড়েছেন তপনের স্ত্রী চন্দনা। প্রতিবেশী একজন এলেও তপন আসেননি। তবে ট্রেনে থাকা তপনের ব্যাগ পরিবারের হাতে তুলে দিয়েছেন ওই ব্যক্তি। গত মঙ্গলবার কোচবিহার জিআরপিতে স্বামী নিখোঁজ থাকার ডায়েরি করেন চন্দনা । 


    তিনি বলেন, বেঙ্গালুরুতে কাজে গিয়েছিল ও। এক সহকর্মী গ্রামে ফিরলেও তপন এল না কেন, এটা ভেবেই পাচ্ছি না। জিআরপি’র কাছে গিয়েছিলাম। তারা খোঁজ নিচ্ছে বলে আশ্বাস দিয়েছে। চারদিন হয়ে গেলেও এখনও স্বামীর কোনও খোঁজ পেলাম না। চন্দনা সংসার চালাতে মাঝেমধ্যে বিড়ি বাঁধেন। দিনমজুরেরও কাজ করেন। ছোট ছেলে সপ্তম শ্রেণিতে পড়ছে। তপনের বাবা মনভোলা মোদক শয্যাশায়ী। কথা বলতে পারেন না। ছেলে বাড়ি ফেরেনি, এ কথা কানে গিয়েছে তাঁরও। তারপর থেকে চোখ ছলছল বৃদ্ধের। ঈশ্বরের কাছে পরিবারটির প্রার্থনা— যাতে সুস্থ শরীরে বাড়ি ফিরে আসে তপন।
  • Link to this news (বর্তমান)