নিজস্ব প্রতিনিধি, মালদহ: কারাদপ্তরের নতুন ডিআইজি অফিসের উদ্বোধন হল শুক্রবার। ইংলিশবাজার শহরের গ্রিনপার্কে এদিন নতুন অফিসের উদ্বোধন করেন দপ্তরের বালুরঘাট রেঞ্জের ডিআইজি দোরজি ভুটিয়া। দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন ডিআইজি অফিসের সঙ্গেই থাকবে বাসভবন। ডিআইজি বলেন, আমাদের প্রত্যেকটা সেন্ট্রাল জেলে একজন করে ডিআইজি থাকেন। মালদহ থেকে চারিদিকে যাতায়াত করতে সুবিধে হবে। তাই বালুরঘাট রেঞ্জের ডিআইজি অফিস এখানে চালু করা হল। সহকারী জেলর সোমনাথ পাল বলেন, মালদহ সংশোধনাগার আগে বহরমপুর ডিভিশনের অধীনে ছিল। সেপ্টেম্বরে নতুন নির্দেশিকা জারি হয়। যেখানে বালুরঘাট, রায়গঞ্জ ও মালদহ সংশোধনাগারকে বালুরঘাট রেঞ্জের অধীনে আনা হল।