হংকং মার্কেটে বিদ্যুতের খুঁটিতে আগুন, চাঞ্চল্য
বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের অগ্নিকাণ্ড শিলিগুড়িতে। শুক্রবার দুপুরে শহরের হংকং মার্কেটে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে। এনিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তারা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়। বিদ্যুৎ বণ্টন কোম্পানির লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতির কাজে হাত দেয়। অন্যদিকে, বুধবার রাতে শহরের এসএফ রোডে আগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। এদিন সংশ্লিষ্ট এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মেয়র গৌতম দেব। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Link to this news (বর্তমান)