• তুফানগঞ্জ শহরে সেনা জওয়ানের বাড়িতে চুরি
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে এক সেনা জওয়ানের ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে তুফানগঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায়। সেনা জওয়ানের নাম রাজু বর্মন। চুরির খবর পেয়ে শুক্রবার সকালে আসে পুলিস। গৃহকর্তার স্ত্রী রিতা বর্মন বলেন, বেশকিছু দিন আমরা বাড়িতে ছিলাম না। বৃহস্পতিবার রাতে এক আত্মীয়র কাছ থেকে জানতে পারি দরজার তালা ভাঙা। এদিন এসে দেখি আলমারি সহ অন্যান্য আসবাবপত্র এলোমেলো করে রাখা। জামাকাপড় মেঝেতে পড়ে রয়েছে। আলমারিতে থাকা নগদ ২০ হাজার টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুলিস দোষীদের খুঁজে বের করুক। তদন্ত শুরু করেছে পুলিস।  
  • Link to this news (বর্তমান)