নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জেলে বসেই ডাকাতির ছক! এজন্যই গ্যাং গঠন। কিন্তু অপারেশনে নেমেও সফল হল না সেই গ্যাং। বৃহস্পতিবার গভীর রাতে শহরের রাজীবনগর থেকে ওই গ্যাংয়ের সশস্ত্র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিস। যদিও পুলিসের জাল কেটে পালিয়েছে দু’জন দুষ্কৃতী। এনিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ধৃত ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস সূত্রের খবর, ধৃত দুষ্কৃতীদের নাম সাগর মঙ্গার, অসীম ছেত্রী, আয়ুষ খত্রি, আনমোল প্রধান ও পঙ্কজ রায়। প্রথম দু’জন কালিম্পং, তৃতীয় ও চতুর্থ দার্জিলিং এবং পঞ্চমজন শিলিগুড়ি শহরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে খুকড়ি, শাবল, হাতুড়ি, লাঠি, পলিথিনের ব্যাগ প্রভৃতি বাজেয়াপ্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তারা জেলেও গিয়েছিল। খুব সম্ভবত জেলে বসেই তারা ডাকাতির ছক কষে গ্যাং তৈরি করেছিল। ধৃতদের জেরা করেই এই তথ্য মিলেছে। বাকি দুষ্কৃতীদের খোঁজ চলছে।
অন্যন্য দিনের মতো ওই রাতেও শহরের রাজিবনগরে টহল দিচ্ছিল প্রধাননগর থানার পুলিস। সেই সময় তারা ওই গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে সংশ্লিষ্ট এলাকার রাস্তায় কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিসের ভ্যান দেখে তারা স্থানীয় একটি মাঠের কোণে জমায়েত করে। এলাকাটি অন্ধকারাচ্ছন্ন ছিল। এর কিছুক্ষণ পর সেখানে অভিযান চালানো হয়। পিছু নিয়ে পাঁচজনকে ধরা হলেও দু’জন পালিয়ে যায়। ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিস অফিসাররা বলেন, ধৃতদের মধ্যে পঙ্কজ গ্যাংয়ের লিডার। তার বিরুদ্ধে পুরনো কিছু মামলা রয়েছে। তার নেতৃত্বেই গ্যাংটি স্থানীয় এলাকায় ডাকাতির ছক কষেছিল।