• হাতির হামলা রুখতে মহাকাল পুজো
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: হাতির হামলা রুখতে শুক্রবার বিকেলে মেটেলির খরিয়ার বন্দর জঙ্গল সংলগ্ন মঙ্গলবাড়ি এলাকায় মহাকাল পুজো করলেন স্থানীয়রা। জলপাইগুড়ি জেলার মধ্যে হাতিপ্রবণ এলাকা বলে পরিচিত এই এলাকাটি। এবছর সেখানে হাতির হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যাও নেহাত কম নয়। এছাড়াও বুনো হাতির হামলায় বহু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলবাড়িতে। একারণেই মহাকাল মন্দিরে পুজো করা হয়।  এদিন পুজোকে কেন্দ্র করে বহু মানুষের ভিড় হয়। তেমনই সকলের জন্য ছিল খিচুড়ির ব্যবস্থা। স্থানীয়দের পাশাপাশি জাতীয় সড়ক দিয়ে যাওয়া পথ চলতি মানুষও এই পুজোয় শামিল হন।
  • Link to this news (বর্তমান)