সংবাদদাতা, রাজগঞ্জ: আগুনে পুড়ে ছাই হল দু’টি ঘর। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের গাঠিয়াগজে। সেখানে তারিকুল মহম্মদের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে। পুড়ে যায় দু’টি ঘর। আগুন নেভাতে গিয়ে জখম হন তারিকুল। আগুন লাগার কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট-সার্কিট হয়ে এই ঘটনা ঘটতে পারে। যদিও, স্থানীয়দের অনেকের দাবি, ঘটনার সময় বাড়িতে তারিকুল এবং তাঁর স্ত্রী ছিলেন না। তার মেয়েরা হয়ত রান্নাঘরে আগুন জ্বালিয়েছিল কাজ করছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে ফুলবাড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন আসে। তবে ততক্ষণে দু’টি ঘর, ভিতরে থাকা যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই যায়। জখম তারিকুল রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করেছেন। ঘটনাস্থলে যান পঞ্চায়েত সমিতির সদস্য সর্বানী ধারা। স্থানীয় পঞ্চায়েত বেণীমাধব রায় বলেন, এলাকায় দমকল কেন্দ্র থাকলে আগুনের ভয়াবহতা তীব্র হত না।