• আজ থেকে শুরু কোচবিহার রাসমেলা, মুড়ে ফেলা হয়েছে কড়া পুলিসি নিরাপত্তায়
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আজ, শনিবার থেকে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা শুরু। ইতিমধ্যেই রাসমেলা ময়দানে হাজার খানেক স্টল বসেছে। রাস্তার দু’পাশে সারি সারি দোকানের কাঠামো বানানো হয়েছে। আগামী ১৫ দিন ধরে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আর এই বিরাট জনসমাবেশ সামাল দিতে কোচবিহার জেলা পুলিসের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


    জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, এবারের রাসমেলার নিরাপত্তায় একজন কমান্ডিং অফিসার, দু’জন অতিরিক্ত পুলিস সুপার, ১১ জন ডিএসপি পদ মর্যাদার অফিসার নিযুক্ত থাকছেন। এছাড়াও ২০ জন ইন্সপেক্টর, ১৬০ জন সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকছেন। এছাড়াও ৩০০ কনস্টেবল, ১২৩ জন মহিলা কনস্টেবল ও ৫৫০ জন সিভিক ভলান্টিয়ার নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করা হচ্ছে। রাসমেলা ময়দানে প্রতিদিন সকাল থেকেই মানুষের আনাগোনা থাকে। বেলা যত গড়ায় ততই ভিড় বাড়ে। রাতে সেই ভিড় জনসমুদ্রে পরিণত হয়। রাসমেলা মায়দানে সরকারি বিভিন্ন দপ্তরের স্টলের পাশাপাশি থাকে পুরসভার সাংস্কৃতিক মঞ্চ। সেখানে কলকাতা-মুম্বই থেকে শিল্পীরা এবারও আসবেন গান গাইতে। তাই প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার মানুষের সমাগম হয় সাংস্কৃতিক মঞ্চের সামনে। ফলে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখার বিষয়ে ব্যাপক পুলিসি তৎপরতা চলছে। 


    বিরাট এলাকায় নজরদারি চালানোর জন্য মেলা মাঠে পুলিসের ক্যাম্প অফিস করা হয়েছে। ড্রোন, সিসি ক্যামেরা প্রভৃতি ব্যবহার করে নজরদারি চালানোর কথা পুলিসের এক পদস্থ অফিসার জানিয়েছেন। দিন-রাত সর্বক্ষণই পুলিস থাকবে মেলা চত্বরে। কোথাও যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য রাস্তা, আশপাশের এলাকা কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। মেলার দিনগুলিতে রাসমেলা ময়দান সংলগ্ন এলাকায় প্রয়োজন অনুসারে ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)