সংবাদদাতা, মালদহ: তাঁদের গাফিলতিতে ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যায়নি, এমনটাই দাবি করলেন মালদহের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার করণিকদের সংগঠন। শুক্রবার মালদহ প্রেস কর্নারে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষা প্রতিষ্ঠানের করণিকরা। ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক কালীশঙ্কর দাস, সভাপতি সোনালী সরকাররা বলেন, ট্যাব কাণ্ডে আমাদের উপরে কোথাও যেন দায় চাপানোর চেষ্টা চলছে। কিন্তু বিষয়টিতে আমাদের আদৌ কোনও ত্রুটি নেই। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা স্বাক্ষর করে অনুমোদন দিলে তবেই আমরা ট্যাব প্রাপক পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করি। এছাড়াও আমাদের পরে শিক্ষাদপ্তরের বিভিন্ন স্তরেও বিষয়টি প্রয়োজনে সংশোধন করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও ব্যাঙ্ক কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে। তাঁদের উচিৎ পড়ুয়ার ব্যাঙ্কের সমস্ত তথ্য মিলিয়ে তবেই তাঁদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা পাঠানো। ইতিমধ্যেই তাঁরা বিষয়টি মালদহের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাসের নজরে এনেছেন বলেও জানান করণিকরা।