• আবাসের সুপার চেকিংয়ে পুলিস
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: আবাস প্লাসের সুপার চেকিং করতে উপভোক্তাদের বাড়িতে পুলিস। যোগ্য উপভোক্তারাই যাতে ঘর পান তার জন্য রাজ্য সরকারের নির্দেশে চলছে এই‌ সুপার চেকিং। ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে সমীক্ষা শুরু করেছে মালদহ জেলা প্রশাসন। শুক্রবার হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকে সুপার চেকিংয়ে উপভোক্তাদের বাড়িতে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। 


    ব্লকের বেশ কিছু গ্রামে পৌঁছে তালিকায় থাকা উপভোক্তাদের বাড়িতে যান পুলিস আধিকারিকরা। বাড়ি খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন উপভোক্তাদের সঙ্গে। হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন,  যোগ্যরাই যাতে ঘর পায় তা নিশ্চিত করতেই উপভোক্তাদের বাড়ি সরেজমিনে ঘুরে দেখেন পুলিস ও প্রশাসনের আধিকারিকরা। এই সুপার চেকিং চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
  • Link to this news (বর্তমান)