• রবীন্দ্রভারতী, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে প্রার্থী চেয়ে ফের বিজ্ঞাপন
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কোনও যোগ্য প্রার্থী না মেলায় ফের বিজ্ঞাপন দিতে বাধ্য হল উচ্চশিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের নজরদারিতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চলেছে। এর নোডাল এজেন্সি ছিল উচ্চশিক্ষা দপ্তর। এই দু’টি বাদে বাকি বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে উপাচার্য পদপ্রার্থীদের নামের তালিকা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়েছে বলে খবর। সেই তালিকা থেকে নাম বাছাই করে রাজ্যপালের কাছে পাঠাবেন মুখ্যমন্ত্রী। তাতে রাজ্যপাল অনুমোদন দেবেন। তবে রাজ্যপাল তথা আচার্যের কোনও নাম নিয়ে আপত্তি থাকলে তিনি সেটা ফের সুপ্রিম কোর্টের বিবেচনার জন্য পাঠাতে পারেন। যদিও আচার্যের একাধিক আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ায় তাঁর আপত্তি সেখানে কতটা গুরুত্ব পাবে, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। 
  • Link to this news (বর্তমান)