নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বাংলার সব প্রান্তে উৎসবে মাতোয়ারা হয়েছেন রাজ্যের মানুষজন। আর উৎসবের এই সময়ে নিজেদের পরিবার-পরিজন ছেড়ে, ছুটি না নিয়ে সাধারণ মানুষের জন্য যাঁরা কাজ করে গিয়েছেন, তাঁদের ‘পুরস্কৃত’ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। আর শুক্রবার বিরসা মুন্ডার জন্মদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, উৎসবের সময়ে রাত জেগে, তুলনাহীনভাবে যাঁরা কাজ করে গিয়েছেন, তাঁদের রিওয়ার্ড (পুরস্কার) দেওয়া হবে। পুলিসকর্মীরা ১০ দিনের ছুটি পান। সেটা বাড়িয়ে ১৫ দিন করা হল। এই তালিকায় থাকবেন দমকল, পুরসভা, স্বাস্থ্য বিভাগের কর্মীরাও।