• পুরীর মতো উঁচু হবে দীঘার জগন্নাথ মন্দির, পুজো হবে নিমকাঠের মূর্তির
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীঘায় জগন্নাথদেবের মন্দির তৈরির কাজ চলছে জোরকদমে। মন্দিরের জন্য মার্বেলের মূর্তি তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মার্বেলের মূর্তিটি থাকছেই, এছাড়া নিমকাঠেরও একটি মূর্তি তৈরি করা হচ্ছে। সেই মূর্তিটিকেই পুজো করা হবে। কাজকর্ম কেমন চলছে, তা কিছুদিনের মধ্যেই মন্দিরে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। মন্দিরের পুরোহিত রাখা এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার ভিত্তিতে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরীর সমানই উঁচু হবে দীঘায় জগন্নাথদেবের মন্দির। ওইসঙ্গে মন্দির চত্বরের পরিসর অনেক বড়। তাতে বিরাট জায়গাজুড়ে থাকছে ভোগ ঘর। হবে চৈতন্যদ্বার। তবে মন্দিরের কাজ পুরো শেষ হওয়ার পরই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)