সংবাদদাতা, বনগাঁ: চোরাপথে ভারতে এসে পুলিসের হাতে ধরা পড়ল ৬ বাংলাদেশি নাগরিক। ধৃতদের মধ্যে মহিলাও রয়েছেন। বাগদা থানার পুলিস তাঁদের গ্রেপ্তার করে। পাশাপাশি দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন দালাল। অপরজন অটোচালক। পুলিসের দাবি, ধৃত ভারতীয় দালালের হাত ধরে এদেশে এসেছিল বাংলাদেশি নাগরিকরা। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ভারতীয় চালকের অটো করে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশিদের। গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিস শনিবার সকালে স্থানীয় চ্যাঙ্গা বটতলা এলাকায় একটি অটো সহ ৮ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে অটোতে থাকা ৬ জন পুরুষ ও মহিলা বাংলাদেশি নাগরিক। তারা চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল অন্য রাজ্যে কাজে যাবার উদ্দেশ্যে। অটোটি আটক করা হয়েছে। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।