• নিয়োগ সংক্রান্ত সুপারিশপত্রে ছোট  ভুল থাকলেও যোগদানে বাধা নয়
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগের সুপারিশপত্রে সামান্য ভুলভ্রান্তি থাকলেও স্কুলে যোগদানের ক্ষেত্রে যেন কোনও সমস্যা না হয়। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে স্কুলগুলির কাছে এই আবেদন করল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের সুপারিশপত্রে নামের বানান সহ বিভিন্ন তথ্যে ছোটখাটো ভুল থাকছে। স্কুলের নাম, রোস্টার নাম, পিন কোডেও সামান্য ভুলভ্রান্তি থাকছে। সেই সুপারিশপত্র নিয়ে শিক্ষকরা স্কুলে যোগদান করতে গেলে কোনও কোনও ক্ষেত্রে আপত্তি আসছে। তথ্যে ভুল থাকায় অনেকে স্কুলে যোগ দিতেও দ্বিধা বোধ করছেন। এই সমস্যা মেটাতেই কমিশনের এই বিজ্ঞপ্তি। তবে স্কুল বা অন্য কোনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এ ধরনের অভিযোগ এলে সংশোধনীও প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। বিষয়টি নিয়ে সহযোগিতা করার জন্য ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিক্ষামহলের মতে, নিয়োগের সুপারিশপত্রের মতো গুরুত্বপূর্ণ নথিতে কোনও ভুল থাকাই কাম্য নয়। এনিয়ে এখন সমস্যা না হলেও ভবিষ্যতে কোনওভাবে বিপাকে পড়তে পারেন শিক্ষকরা। প্রসঙ্গত, বাংলা ও ইংরেজির দ্বিতীয় দিনের কাউন্সেলিংয়েও বহু প্রার্থী অনুপস্থিত ছিলেন। দু’দিন মিলিয়ে মোট ১৪১৪ প্রার্থীর মধ্যে অনুপস্থিত বা চাকরি প্রত্যাখ্যান করেছেন ৩০৫ জন। ফলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সামনে চাকরির সুযোগ আরও বাড়ছে। 
  • Link to this news (বর্তমান)