• শহরে পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুপুর সাড়ে ৩টে নাগাদ দক্ষিণ বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডে প্রিন্সেপ মেমোরিয়ালের সামনে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৮ বছরের এক যুবক। পুলিস সূত্রে খবর, শুক্রবার বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। চালক ও তার পিছনের সিটে বসে থাকা ব্যক্তি পড়ে যান। বাইকচালক লারাইব মাজেদকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। তবে অন্যজনের চোট গুরুতর নয়। প্রাথমিক চিকিত্সার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম বন্দর থানা এলাকায় সোনারপুর রোডে একটি ফাঁকা মালবাহী গাড়ি এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। জখম ওই সাইকেল আরোহী মহম্মদ সোলেমনকে (৩৪) এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওইদিনই দুপুরে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় এক সাইকেল আরোহী দুর্ঘটনার কবলে পড়েন। তিনি এই মুহূর্তে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। 
  • Link to this news (বর্তমান)