• সময়ে বিয়ের পিঁড়িতে বরকে পৌঁছে দিতে সাহায্য রেলের
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময়ে বিয়ের পিঁড়িতে যাতে বর বসতে পারে, তার সাহায্য করল রেল। গুয়াহাটিতে বিয়ে করতে আসার কথা ছিল চন্দ্রশেখর ওয়াগ নামে মুম্বইয়ের এই বাসিন্দার।  গীতাঞ্জলি এক্সপ্রেসে করে হাওড়ায় এসে সেখান থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে গন্তব্যে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মুম্বই থেকে ওই ট্রেন তিন ঘণ্টা দেরিতে হাওড়ায় পৌঁছায়। এদিকে, গুয়াহাটিগামী ট্রেন ছাড়ার সময় হয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে রেলের সঙ্গে যোগাযোগ করেন চন্দ্রশেখরবাবু। এরপর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, হাওড়ার ডিআরএমের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সরাইঘাট এক্সপ্রেস কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে রাখা হয়। তার জেরে বর এবং বরযাত্রীর ৩৫ জন সেই ট্রেন ধরতে সক্ষম হন।
  • Link to this news (বর্তমান)