নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাত পর্যন্ত তাঁর খোঁজ না মেলায় নোয়াপাড়া থানায় মিসিং ডায়েরি করেছেন পরিবারের লোকজন। জানা গিয়েছে, এদিন সকালে সত্যজিৎবাবু বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজে। কিন্তু সন্ধ্যায় বাড়িতে না ফেরায় চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। তাঁর মোবাইলে সুইচ অফ থাকায়, যোগাযোগ করতে পারেননি তাঁরা। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে।