নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল শুক্রবার। এদিন দুপুরে গড়িয়াহাট থানা এলাকার ডোভার টেরেসের একটি বাড়িতে ঝুলন্ত অবস্থায় সঞ্জীব খাটুয়া (৩৪) নামের এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিস। এদিন সকালে তিলজলা থানা এলাকায় সকাল ১০টা নাগাদ একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিকাশ কুমার (২৫) নামের এক ব্যক্তির দেহ। তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, এদিন সকালে ময়দান থানা এলাকার ডাফরিন রোডে এক ভবঘুরের দেহ উদ্ধার হয়। এসএসকেএমে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।