• ১৪-র ঘরে পারদ এখন-ই! ৪৮ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি নামবে তাপমাত্রা...
    ২৪ ঘন্টা | ১৬ নভেম্বর ২০২৪
  • অয়ন ঘোষাল: ইনিংসের শুরুতেই স্টেডি পারফরম্যান্স শীতের। রাতারাতি ২০ থেকে ১৯ এর ঘরে নামল কলকাতার তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় এখন-ই ১৪-র ঘরে পারদ। জাঁকিয়ে শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তার আগে টানা শীতের আমেজ বহাল থাকার ইঙ্গিত। 

    আপাতত এই তাপমাত্রা কমার প্রবণতা বহাল থাকবে। ডিসেম্বরের মাঝামাঝির আগে কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তবে একটানা শীতের আমেজ বহাল থাকবে। শুষ্ক আবহাওয়া আপাতত টানা ৮ দিন। পশ্চিমের জেলায় আজ-ই ১৪-র ঘরে পারদ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে।

    আগামী সপ্তাহের শুরুতে ১৮-র ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা। বিহার লাগোয়া এলাকায় কুয়াশার দাপট থাকবে। উত্তরে বিহার এবং দক্ষিণে ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ভোরে কুয়াশার প্রভাব আগামী  কয়েকদিন। দার্জিলিংয়ে কাল রাতের তাপমাত্রা ৬ ডিগ্রি । আগামী ৪৮ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি সেলসিয়াস মতো নামতে পারে পারদ। সেক্ষেত্রে শৈলরানির তাপমাত্রা সোমবার ৩ বা ৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। 

    কলকাতা

    রাতের তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি। সোমবারের মধ্যে যা নামতে পারে ১৮-র ঘরে। কাল দিনের তাপমাত্রা ৩০.১ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের নীচে। বাতাসে রাতে জলীয় বাষ্পের পরিমাণ কমে ৩৯ শতাংশ।

  • Link to this news (২৪ ঘন্টা)