• মধ্যরাতে কলকাতায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বহু ঘরবাড়ি, ঘটনাস্থলে দুই মন্ত্রী
    প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে খাস কলকাতার নিমতলা ঘাটের কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বেশ কয়েকটি বাড়ি। দমকলের ২০টি ইঞ্জিনের দীর্ঘ চেষ্টায় আগুন ছড়িয়ে পড়া আটকানো গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহতের খবর না থাকলেও বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। রাতেই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও রাজ্যে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা।

    প্রাথমিকভাবে জানা গিয়েছে শুক্রবার রাত দেড়টার পর নিমতলা ঘাটের কাছে একটি কাঠের গুদামে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকলে খবর দেওয়া হলে প্রথমে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনাস্থলে বহু দাহ্য বস্তু থাকায় আগুন ছড়াতে থাকে। পাশাপাশি গঙ্গার হাওয়ায় আগুন ছড়াতে সাহায্য করে। ফলে ইঞ্জিন সংখ্যা বাড়াতে হয়। শেষ পর্যন্ত ২০টি ইঞ্জিন ৬ ঘণ্টার চেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

    ঘটনায় কোনও হতাহতের হবর না পাওয়া গেলেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকালেও এলাকায় সাদা ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। দমকলকর্মীরা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও ঘটনাস্থলে রয়েছেন। অন্তত ১৫-১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত বলে জানা গিয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা এলাকায় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।

    অগ্নিকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। ছুটে যান রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজাও। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শশী পাঁজা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আপাতত অস্থায়ীভাবে কমিউনিটি হল ব্যবহার করে পুনর্বাসন দেবে সরকার। পরে স্থায়ী ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)