• কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার তদন্ত। ট্যাব-কাণ্ডে কি আরও গ্রেফতার। আর কী কী নজরে
    আনন্দবাজার | ১৬ নভেম্বর ২০২৪
  • দক্ষিণ কলকাতার কসবা এলাকায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হয় শুক্রবার সন্ধ্যায়। নিজের বাড়ির সামনে তখন বসে ছিলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত। সেই সময় স্কুটারে করে দু'জন আসেন। তাঁদের এক জন বন্দুক উঁচিয়ে গুলি চালানোর চেষ্টা করেন। তবে বন্দুক কাজ করেনি। দুই আততায়ীর মধ্যে এক জনকে ধরে ফেলেন সুশান্ত এবং তাঁর অনুগামীরা। বাকি এক জন এখনও পলাতক।

    খুনের এই চেষ্টার নেপথ্যে কী কারণ শুক্রবার রাত পর্যন্ত তা স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণ ভিন্‌রাজ্যের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুশান্তকে খুনের বরাত গিয়েছিল কসবা এলাকা থেকেই। তবে এই ঘটনার নেপথ্যে বিহারেরও যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীদের একাংশ মনে করছেন, স্থানীয় কেউই সুশান্তকে খুন করার জন্য বিহারে বন্ধুস্থানীয় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তিনি আরও এক জনের মারফত শুটারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। আজ এই ঘটনার রহস্য উদ্ঘাটন হবে কি? নতুন কোনও তথ্য উঠে আসবে কি? নতুন করে কেউ গ্রেফতার হবেন কি? এই সংক্রান্ত খবরে আজ নজর থাকবে।

    একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার টাকা ‘বেহাত’ হওয়ার ঘটনায় আন্তঃরাজ্য চক্র জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা জালিয়াতির ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে এবং তাঁদের কাছ থেকে প্রাপ্ত নথি খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, আন্তঃরাজ্য অসাধু চক্র এই কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। রাজ‍্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানিয়েছেন, শুধু বাংলায় নয়, দেশের আরও তিন রাজ্যেও এই চক্র কাজ করেছে বলে অনুমান করা হচ্ছে। সেই সব রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের টাকাও আত্মসাৎ করেছে ওই চক্র। তদন্তে আরও কিছু উঠে আসে কি না, আরও কেউ পুলিশের জালে ধরা পড়েন কি না, সে দিকে নজর থাকবে আজ।

    মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে শনিবার ফের এক বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বরাহনগর থানায়। এর আগে দু’বার তাঁকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। ইতিমধ্যে এক বার দলের তদন্ত কমিটির সামনেও হাজিরা দিয়েছেন তন্ময়। আজ তন্ময়ের হাজিরার খবরে নজর থাকবে।

    ২০ নভেম্বর ভোট মহারাষ্ট্রে। ওই দিনই দ্বিতীয় দফার ভোট রয়েছে ঝাড়খণ্ডে। ফলে দুই রাজ‍্যেই প্রচার এখন তুঙ্গে। নির্বাচনী প্রতিশ্রুতির ফুলঝুরিতে জনতা জনার্দনের মন জয়ের সব রকম প্রয়াসই চলছে। তার মধ্যে বিভিন্ন দলের তারকা প্রচারকদের চপার তল্লাশি নজর কেড়েছে অনেকের। নজর থাকবে এই খবরের দিকে।

    কার্তিকের শেষেই শীতের আমেজ পশ্চিমবঙ্গে! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের (সর্বনিম্ন) তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের দু’দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

  • Link to this news (আনন্দবাজার)