বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনে নিউটাউনের আদিবাসী ভবন প্রাঙ্গণে সাত দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, জনজাতি কল্যাণে তাঁর সরকার বরাবরই প্রাধান্য দিয়ে এসেছে। এ দিন আদিবাসী সম্প্রদায়ের হাতে মুখ্যমন্ত্রী ধামসা, মাদল তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের নাচের সঙ্গে তাঁকে পা মেলাতেও দেখা যায়। খেলাধুলোয় জনজাতি গোষ্ঠীর কৃতিত্বের কথা উল্লেখ করে মমতা বলেন, ‘‘গর্ব করে বলতে পারি আগামী দিনে এরা অলিম্পিক জিতবে।’’
বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে রাজভবনে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আদিবাসী সমাজের অন্যতম স্বাধীনতা সংগ্রামীর জন্মদিনে ‘জনজাতি গৌরব দিবস’ পালন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন সুকান্ত। রাজভবনের ইতিহাস ও গুরুত্ব তাদের সামনে বর্ণনা করেন। তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে তিনি জগন্নাথ ঘাট ও তারাসুন্দরী পার্কে দেব দীপাবলির অনুষ্ঠানে যোগ দেন।