কোনও ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে। তাই কি তিনি আত্মঘাতী হয়েছেন? চিলেকোঠা থেকে তাঁর দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে আড়াই পাতার একটি চিঠি মিলেছে। যা ‘সুইসাইড নোট’ বলেই মনে করছেন তদন্তকারীরা। সেখানে থেকেই প্রশ্ন উঠছে।শনিবার সকালে বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয় উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিতের দেহ। মৃতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে জানা যাচ্ছে, গত বৃহস্পতিবারের পর থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন। শুক্রবার রাতে অবশ্য বাড়ি ফিরেছিলেন। পরে আবার কিছু ক্ষণের জন্য বাইরে বেরিয়ে যান। পরিবারের কারও সঙ্গে বিশেষ কথাবার্তা বলেননি। মোবাইলটিও বাড়িতে রেখে গিয়েছিলেন। গভীর রাতে আবার বাড়ি ফেরেন। শনিবার সকালে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় বাড়ির চিলেকোঠা থেকে। সেই সঙ্গে একটি চিঠিও মিলেছে। পুলিশ সূত্রের খবর, দেহের পাশ থেকে মেলা চিঠির আড়াই পাতা জুড়ে লেখা। সেটি ‘সুইসাইড নোট’ বলে মনে করা হচ্ছে। চিঠিতে মোট চার জনের নাম রয়েছে।