শহরে দু’টি দুর্ঘটনায় মৃত্যু দু’জনের, জখম এক
আনন্দবাজার | ১৬ নভেম্বর ২০২৪
কলকাতায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দু’টি পৃথক পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক জন। ওই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ পশ্চিম বন্দর থানা এলাকার সোনারপুর রোডে বেপরোয়া গতিতে ছুটে আসা লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ সোলেমান (৩৪)। তাঁর বাড়ি রবীন্দ্রনগর থানা এলাকায়। তদন্তে নেমে অভিযুক্ত লরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে লরিটিকেও। ধৃতের নাম প্রেমকুমার পাটওয়া। তিনি গারোলিয়া থানা এলাকার ইছাপুর মায়াপল্লি গ্রামের বাসিন্দা। লরিটি সাইকেলে ধাক্কা মারায় সোলেমানের মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি চোট পান শরীরের অন্যান্য জায়গাতেও। সোলেমানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনার পরে রাত সাড়ে ৩টে নাগাদ দক্ষিণ বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডে প্রিন্সেপ ঘাটের কাছে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পথ-বিভাজিকায় ধাক্কা মারায় মৃত্যু হয় বাইকচালকের। জখম হয়েছেন পিছনে বসে থাকা যুবক। পুলিশ জানিয়েছে, ওই বাইকে কোনও নম্বর প্লেট ছিল না। মৃত যুবকের নাম লারাইব মাজেদ (১৮)। জখম ব্যক্তির নাম ব্রাত্য ঘোষ (২৪)। দু’জনেই গিরিশ বিদ্যারত্ন লেনের বাসিন্দা। দু’জনেরই মাথায় হেলমেট ছিল বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। মাজেদের মাথায় আঘাত লাগে। চোট পান ব্রাত্যও। তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মাজেদকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসার পরে ব্রাত্যকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
Link to this news (আনন্দবাজার)