• 'রাশিয়ার রাসায়নিক স্প্রে করেছে CID?' নিশ্চিত হতে হাসপাতালে অর্জুন সিং
    আজ তক | ১৬ নভেম্বর ২০২৪
  • শরীরে 'রাশিয়ান রাসায়নিক স্প্রে' করেছে কিনা তা নিশ্চিত করতে সটান হাসপাতালে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং। শনিবার স্বাস্থ্যপরীক্ষা করাতে এক বেসরকারি হাসপাতালে যান। সকাল সাড়ে ১০টা নাগাদ হাসপাতালে হাজির হন। পাশাপাশি সিআইডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

    ভবানী ভবনে জেরার সময় সিআইডি তাঁকে ‘রাশিয়ান রাসায়নিক স্প্রে’ প্রয়োগ করে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন প্রাক্তন সাংসদ। তিনি বলেন, "আজ টেস্টটা করিয়ে নিই। কী আছে না আছে শরীরে দেখি। এ এমন একটা জিনিস, সঙ্গে সঙ্গে বোঝা যায় না। তবে শরীরের মধ্যে কিছু হচ্ছে কি না, সেটা দেখে নিতে চাই।"

    টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুনকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বৃহস্পতিবার হাজিরা দেন। শুক্রবার আদালতে ফের হাজিরা দিতে গিয়ে প্রাক্তন সাংসদ জানান, সিআইডি দফতরে তিনি কোনও খাবার মুখেও তোলেননি। চা-কফি তো দূরের কথা, জলও স্পর্শ করেননি। তাঁর আরও আশঙ্কা, ‘‘বাইরে থেকে আনা রাশিয়ান বিষ বা অন্য কোনও কেমিক্যাল তাঁর পানিয়ে মিশিয়ে দেওয়া হতে পারে। ফলে ধীরে ধীরে মৃত্যু হতে পারে।" তাঁর আরও দাবি, "চেয়ারের পাশে কিছু স্প্রে করা হলেও কিছু দিন পর মারা যেতে পারেন ওই ব্যক্তি।’’

    প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভার ৪ কোটি টাকার টেন্ডার দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অর্জুন সিংয়ের। তা নিয়ে সিআইডি তাঁকে তলব করে। হাইকোর্টের দ্বারস্থও হন অর্জুন। তবে রাজ্যের শীর্ষ আদালত জানিয়ে দেয়, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে সিআইডির কাছে হাজিরা দিতে হবে। হাজিরা দিতে যাওয়ার আগে একের পর এক বিস্ফোরক দাবি করেন অর্জুন।    

    অর্জুনের কথায়, 'একটা মিথ্যা মামলা করে ২০২০ সাল থেকে আমাকে হেনস্থার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এখন বাংলায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের বিরুদ্ধে কথা বলবে, তাদের টার্গেট করে মিথ্যে মামলায় ফাঁসানো হবে। আমরা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকি সেজন্য তৃণমূল তেমন কিছু করে উঠতে পারছে না।' তারপরই রাশিয়ান কেমিক্যালের তত্ত্ব শোনা যায় অর্জুনের কথায়। 
  • Link to this news (আজ তক)