• কোচবিহারে তৃণমূল নেতার বাড়িতে প্রবেশ করে গুলি চালানোর ঘটনা পূর্ব পরিকল্পিত, দাবি পুলিসের
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে প্রবেশ করে গুলি চালানোর ঘটনায় প্রকাশ্যে এল নতুন তথ্য। গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি করল পুলিস। আজ, শনিবার তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিকের দপ্তরে এই নিয়ে একটি সাংবাদিক বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য, মহকুমা পুলিস অধিকারিক বৈভব বাঙ্গার-সহ অন্যান্য আধিকারিকরা। দ্যুতিমান বলেন, “তদন্তে নেমে এই ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, দুটি আগ্নেয়াস্ত্র এবং দু’রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে। এদিন তাদের তুফানগঞ্জ মহকুমা আদালতে হাজির করানো হবে।” ধৃতদের নাম প্রদীপ গোপ এবং জয়ন্ত ডাকুয়া। প্রদীপ ছিলেন ক্রাশার মিলের নিরাপত্তারক্ষী এবং জয়ন্ত একজন অস্ত্র সরবরাহকারী। পুলিসের দাবি, প্রদীপ গোটা ঘটনাটি আগে থেকেই পরিকল্পনা করেছিল।


    প্রসঙ্গত, বুধবার রাতে কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি নিহার বড়ুয়ার ক্রাশার মিলে প্রবেশ করে কয়েকজন দুষ্কৃতী। গুলি চালানোর অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। নিহার সপ্তাহের বেশিরভাগ সময়ই নিজের ক্রাশার মিলে রাতে দিকে থাকতেন। কিন্তু ঘটনাচক্রে তিনি সেই রাতে সেখানে ছিলেন না। এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)