• বাগড়ি মার্কেটের ডালা ব্যবসায়ীদের নিয়ে উষ্মা প্রকাশ ফিরহাদের
    দৈনিক স্টেটসম্যান | ১৬ নভেম্বর ২০২৪
  • ডালা ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অস্থির বাগড়ি মার্কেট এবং তৎসংলগ্ন এলাকা। রাতভর ডালা পড়ে থাকছে রাস্তার উপরে। সকালে সাফাই কর্মীরা রাস্তা পরিষ্কার করতে আসলেও, রাস্তা জুড়ে ডালা পড়ে থাকার কারণে ফিরে যেতে হচ্ছে তাঁদের। শনিবার ‘টক টু মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে এমনটাই অভিযোগ জানালেন এক ব্যক্তি। ঘটনায় মেয়র নিজেও উষ্মা প্রকাশ করেন।

    ২০১৮ সালের সেপ্টেম্বরে বাগড়ি মার্কেটে আগুন লাগে। বাজারের বাইরে একটি সুগন্ধী ও বডি স্প্রে-র ডালায় প্রথমে আগুন লেগেছিল। পরে তা ছড়িয়ে পড়ে বাজারের চারটি ব্লকে। সেই ঘটনাকে মনে করিয়ে আধিকারিকদের এদিন সাবধান করেন মেয়র। তিনি নির্দেশ দেন, ডালা রাত ৮ টার পর থেকে সরিয়ে দিতে হবে। পরের দিন সকালে সাফাইকর্মী এসে এলাকা পরিষ্কার করার পরেই আবার ডালা বসানো যাবে। প্রয়োজনে ডালা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে কলকাতা পুরসভা। সমস্যার সমাধানে পুলিশের সঙ্গে বিশেষ বৈঠকে বসার নির্দেশ দেন মেয়র।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)