ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাবে ঐতিহ্যের নিউমার্কেট! বসানো হবে ‘সিসমিক বিম’
প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাওয়ার জন্য একাধিক প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। প্রাকৃতিক বিপর্যয়ের আভাস আগে থেকে পেলে সেইমতো সতর্কতা অবলম্বন করা যাবে, এই লক্ষ্যে নানা উপায় খুঁজে চলেছেন বিশেষজ্ঞরা। এবার কলকাতাকে ভূমিকম্পের হাত থেকে রক্ষা করতে শহরের প্রাণকেন্দ্রে বসানো হবে ‘সিসমিক বিম’। কলকাতা তো বটেই, রাজ্যের প্রথম কোনও পুরসভার বাজারে বসানো হবে এই প্রযুক্তি। তবে তার জন্য একাধিক প্রস্তুতি দরকার। সেসব হলে তবেই ‘সিসমিক বিম’ বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
কলকাতার শতাব্দী প্রাচীন নিউমার্কেট হেরিটেজ তকমাপ্রাপ্ত। বিশেষজ্ঞদের অভিমত, কলকাতা ভূমিকম্প প্রবণ শহর। এর প্রাণকেন্দ্রে ১৮৭৪ সালে এসএস হগ মার্কেট তৈরি হয়। প্রায় ১৫০ বছর আগে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই বাজারকে অধিগ্রহণ করে। মূল কারণ শহরের ব্রিটিশ নাগরিকদের নিজস্ব বাজার হিসাবে গড়ে তোলা হয়। ক্রমশ ‘হেরিটেজ’ তকমা পায় এই বাজার। সাম্প্রতিক পুরসভার তথ্য বলছে, অন্তত ৩ হাজার ব্যবসায়ী দৈনিক ব্যবসা করেন। মূলত এই হেরিটেজ ভবনের সুরক্ষার জন্য এই চত্বরে ‘সিসমিক বিম’ বসানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বাজার বিভাগ থেকে ‘সিসমিক বিম’ স্থাপনের জন্য প্রায় ২৬ কোটি টাকার ডিপিআর(ডিটেল প্রজেক্ট রির্পোট) তৈরি করা হয়েছে। দিন দুই আগে বিভাগীয় মেয়র পারিষদ-সহ বাজার ও অন্যান্য বিভাগের ইঞ্জিনিয়াররা নিউমার্কেট এলাকা পরিদর্শন করেন।
কীভাবে কাজ করবে এই সিসমিক বিম? কলকাতা পুরসভা সূত্রে খবর, সিসমিক বিম অনেকটা টাওয়ারের মতো। নিউমার্কেটে ঢোকার মুখে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমিকম্প প্রতিরোধক এই যন্ত্র অনেকটা টাওয়ারের মতো। তবে তা বসানোর জন্য অনেকটা জায়গা দরকার। তাই আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা প্রয়োজন। কারণ, কয়েকজন ব্যবসায়ীকে সাময়িকভাবে অন্যত্র বসাতে হবে। পুরসভার এক আধিকারিকের কথায়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই কাজ করতে হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেয়র ফিরহাদ হাকিম।