• কলকাতায় আরও একটু নামল পারদ, কালিম্পঙের থেকে বেশি ঠান্ডা পুরুলিয়া, বীরভূমে
    আনন্দবাজার | ১৬ নভেম্বর ২০২৪
  • কলকাতার তাপমাত্রা শুক্রবারের থেকে শনিবার আরও একটু কমল। কালিম্পঙের থেকে কমল পুরুলিয়ার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের উত্তর থেকে দক্ষিণে আগামী দু’-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের দু’দিন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

    আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য বলছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রাজ্যে সবচেয়ে কম তাপমাত্রা ছিল দার্জিলিঙে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার নিরিখে দার্জিলিঙের পরেই রয়েছে পুরুলিয়া। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার থেকে শনিবার বেশি তাপমাত্রা ছিল কালিম্পঙে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙের থেকে শুক্রবার কম তাপমাত্রা ছিল বীরভূমের শ্রীনিকেতনেও। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

    আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী তিন দিন সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে কুয়াশার জন্য কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের তিন জেলায় রবি এবং সোমবার কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহের দু’-এক জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। সে কারণে দৃশ্যমানতা (৫০ থেকে ২০০ মিটার) কম থাকবে ওই তিন জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিও আগামী দিনে শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস।

  • Link to this news (আনন্দবাজার)