• সন্দেহের বশে স্ত্রী-র গলায় ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তার স্বামী
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হলদিয়া: শনিবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের সুতাহাটা। এই এলাকার  চৈতন্যপুরে একটি ভাড়া বাড়িতে স্ত্রী'র গলায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে! ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিস।


    পুলিস জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম অরুণ মাকড়। ধৃত ব্যক্তি পেশায় কাঠের ডিজাইনের মিস্ত্রি। মহিষাদলের ইছাপুরে তাঁদের নিজস্ব বাড়ি রয়েছে। কিন্তু স্ত্রী'কে নিয়ে অরুণ চৈতন্যপুরে ভাড়াবাড়িতে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরুণ তাঁর স্ত্রী'কে সন্দেহ করতেন। এমনকী প্রায়ই পারিবারিক গণ্ডগোলের জেরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেতেন বলেও দাবি করেছেন প্রতিবেশীরা।


    পুলিস সূত্রে খবর, এদিন দুপুর আড়াইটে নাগাদ এমনই একটি ঝগড়ার সময় হঠাৎই অরুণ তাঁর স্ত্রী'র গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় স্ত্রী লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে ওই মহিলাকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
  • Link to this news (বর্তমান)