প্রদ্যুত্ দাস: ট্যাব জালিয়াতি এবার সীমান্তবর্তী শহর হলদিবাড়ি এলাকায়। জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকে ট্যাবের টাকা একাধিক স্কুলের ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ।
হলদিবাড়ি বালিকা বিদ্যালয় এবং দেওয়ানগঞ্জ হাই স্কুলের বেশ কয়েকজন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কিন্তু অন্য একাউন্টে টাকা শো করছে বলে অভিযোগ। আর ওই টাকা মালদা, উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় ভিন্ন অ্যাকাউন্টে ঢুকেছে বলে এমনটাই তথ্য উঠে আসছে।
ইতিমধ্যেই স্কুলের তরফে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিস। অপরদিকে হলদিবাড়ির বাসিন্দা তথা প্রাক্তন এমএলএ অর্ঘ্য রায় প্রধান বলেন, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। দেওয়ানগঞ্জ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলকান্তি রায় জানান কিছু অসাধু ব্যক্তি অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিয়েছে। আমরা থানার দ্বারস্থ হয়েছি। যদিও হলদিবাড়ি বিডিও -র সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান, বিষয়টি এসআই অব স্কুল দেখছেন।
ট্যাব জালিয়াতির অভিযোগ দায়ের হতেই শনিবার তদন্তে হলদিবাড়ি থানার পুলিস। হলদিবাড়ি বালিকা বিদ্যালয়ের ১১ জন পড়ুয়ার ট্যাবের টাকা নিজেদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য কোন অ্যাকাউন্টে শো করছে বলে অ্যাসিস্ট্যান্ট হেড মিসট্রেস ইনচার্জ ঈশিতা দেব সিনহা বলেন। ১১ ক্লাসে ১৪৩ এবং ১২ ক্লাসে ২৪৮ জন মোট পড়ুয়া রয়েছে। কি করে হল তা হদিস পাচ্ছেন না বলে শিক্ষিকা জানান। ইতিমধ্যেই ডিআই অফিসে সমস্ত কাগজ জমা দেওয়া হয়েছে, পড়ুয়ারা শীঘ্রই টাকা পেয়ে যাবে বলে আশ্বাস দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। বেশিরভাগ উত্তর দিনাজপুরে একাউন্টে শো করছে, এখানেই টাকা ঢুকেছে বলে জানা যাচ্ছে।