শাবক পড়ে যাওয়ার পরে তাকে নালা থেকে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল মা-হাতি। কিন্তু মা হাতিটি তার শাবককে নালা থেকে তুলতে ব্যর্থ হয়। শেষমেষ তার সমস্ত রাগ গিয়ে পড়ে বন দফতরের গাড়ির উপর। সেই গাড়ি ভাঙচুর করে মা-হাতি।
ফলে আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। শাবককে হারিয়ে ওই এলাকায় রীতিমতো তাণ্ডব শুরু করে দিয়েছে মা-হাতি। ফলে ঘটনাস্থল থেকে স্থানীয় মানুষজনকে আপাতত দূরে থাকতে নির্দেশ দিয়েছেন বনকর্মীরা।
ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা। পাশাপাশি এসেছেন বানারহাট রেঞ্জের কর্মীরা। হস্তিশাবকের দেহ উদ্ধারের চেষ্টায় নিয়োজিত বনকর্মীরা। তবে মা-হাতি পাশেই থাকায় বনকর্মীরা সেই শাবকের দেহের সামনে যেতে পারছেন না। বনকর্মীরা জানিয়েছেন, একমাত্র মা-হাতি দূরে সরে গেলেই শাবকটির দেহ উদ্ধার করা সম্ভব হবে।