• আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ কলকাতার নাগরিক কনভেনশনে, যোগ দিলেন চিকিৎসকেরাও
    আনন্দবাজার | ১৭ নভেম্বর ২০২৪
  • আরজি কর-কাণ্ডের ৯৯ দিনের মাথায় শনিবার কলকাতার ফুলবাগান এলাকায় গণ কনভেনশন করল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। সেই কনভেনশন থেকে যে দাবিপত্র প্রকাশ্যে এনেছে এপিডিআর, তাতেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে। দাবিপত্রে লেখা রয়েছে, ‘‘আরজি করের ঘটনায় সন্দেহভাজন অবস্থানের জন্য মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে হবে।’’ পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী যে বাংলায় অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এটা তারই উদাহরণ।’’

    এপিডিআরের পূর্ব কলকাতা শাখা ছিল এই গণ কনভেনশনের আয়োজক। শনিবার সেখানে বক্তৃতা করেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, ‘‘প্রতিবাদীদের উপর আক্রমণ শানানো হচ্ছে। আক্রমণ বাড়লে মানুষের যৌথতাও বাড়বে।’’ রাত দখলের আন্দোহলেন প্রথম আহ্বান জানানো রিমঝিম সিংহ তাঁর বক্তৃতায় শ্রমিক অংশের মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর কথায়, ‘‘কর্মরত ডেইলি লেবার মহিলাদের সঙ্কট অনেক বেশি। তাঁদের কথাও ভাবতে হবে। তাঁদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচার না হলে সামাজিক ন্যায় অধরা থেকেই যাবে।’’ এ ছাড়াও বক্তব্য রাখেন, চিকিৎসক কৌশিক চাকী, শুভজিৎ ভট্টাচার্য, প্রফেসর সি কে জানা।

    আরজি কর-কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখেছে সারা রাজ্য। যে আন্দোলনে জুড়ে গিয়েছিল নাগরিক সমাজের একটি বড় অংশ। সেই প্রেক্ষাপটেই এ বার স্বাস্থ্য ক্ষেত্রে নাগরিক অধিকারের বিষয় নিয়ে গণ কনভেনশন করল এপিডিআর। রবিবার আরজি কর-কাণ্ডের ১০০ তম দিন। সে দিনও শহরে নানা কর্মসূচি রয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)