• রেজিনগরে মাটি খুঁড়তেই উঠে এল বোমাভর্তি জার
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মাটি খুঁড়তেই সকেট বোমা উদ্ধার হল। শনিবার সকালের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রেজিনগরের একডালা মধুপুর এলাকায়। একটি বাড়ির পাঁচিলের ধরে মাটি খোঁড়ার জন্য জেসিবি এনে কাজ করা হচ্ছিল। পাঁচিল সংলগ্ন মাঠের কিছুটা মাটি খুঁড়তেই একটি প্লাস্টিকের জার বেরিয়ে আসে। জেসিবির ফলায় আঘাত লেগে সেটি কাত হয়ে খুলে যেতেই বেশকিছু বোমা মাটিতে ছড়িয়ে পড়ে। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই দাবি স্থানীয়দের। আতঙ্কে জেসিবি ছেড়ে পালায় চালক। পরে পুলিস এসে ঘটনাস্থল বাঁশ দিয়ে ঘিরে রাখে। কতগুলি বোমা ছিল সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিস। এক পুলিস অফিসার বলেন, বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ওই জায়গাটি ঘিরে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দা রসুয়া বিবি বলেন, এই ঘটনায় আমরা খুব আতঙ্কে রয়েছি। জনবহুল এলাকায় কারা বোমা পুঁতে রেখেছে আমরা কিছুই জানি না।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)