শালতোড়ায় দুর্ঘটনায় বধূর মৃত্যু
বর্তমান | ১৭ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শনিবার শালতোড়ায় পথদুর্ঘটনায় এক বধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম চিন্তামণি পাল(৪০)। বাড়ি শালতোড়া থানার কিন্দন গ্রামে। পুলিস জানিয়েছে, এদিন দুপুরে ওই বধূ স্বামীর সঙ্গে বাইকে শালতোড়া-মেজিয়া রোড ধরে যাচ্ছিলেন। পথে তাঁদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাইক থেকে পড়ে চিন্তামণিদেবীর মৃত্যু হয়। গঙ্গাজলঘাটি থানার পুলিস এদিন সকালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিনয় পাল(২০)। বাড়ি ওই থানার ফুলজাম গ্রামে। এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে দু’টি দেহের ময়নাতদন্ত হয়েছে।
Link to this news (বর্তমান)