সংবাদদাতা, বিষ্ণুপুর: ৬৮ তম স্টেট স্কুল গেমস ২০২৪ এ জিমনাস্টিক প্রতিযোগিতায় বাঁকুড়ার ছয় প্রতিযোগী সাফল্য পেয়েছে। কলকাতায় সাই এ অনুষ্ঠিত অ্যাক্রোবেটিক জিমনাস্টিকে দু’টি বিভাগে প্রথম স্থান অধিকার করেছে যথাক্রমে কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র দেবজিৎ কর্মকার ও কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের সৌমিলি রায়। দ্বিতীয় স্থান অর্জন করেছে সঙ্গীতা লোহার ও শ্রীতমা সাঁতরা। এছাড়াও রিদিমিক জিমনাস্টিকে প্রথম স্থান অর্জন করেছে কোতুলপুর হাইস্কুলের ছাত্রী দেবস্মিতা হালদার। তৃতীয় হয়েছে হিয়া পারভিন।
বাঁকুড়ার দলের ম্যানেজার তথা কোতুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন, গত ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত কলকাতার সাই এ স্টেট স্কুল গেমসে জিমনাস্টিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাদের জেলা থেকে বিভিন্ন বিভাগে মোট ১০ জন প্রতিযোগী অংশ নেয়। তার মধ্যে ৬ জন সফল হয়েছে। তারা প্রত্যেকেই কোতুলপুর এলাকার বাসিন্দা। তাদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুলশিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টর গৌরাঙ্গ মণ্ডল।