নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: শনিবার বিকেলে চাপড়া থানার হৃদয়পুর এলাকায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। তাঁদের অনেকেই গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন। বিধায়ক রুকবানুর রহমানের হাত থেকে তাঁরা তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন। হৃদয়পুর পঞ্চায়েতের সুটিয়া এলাকা হিন্দু অধ্যুষিত। সেই এলাকায় চাপড়া ব্লকের মধ্যে বিজেপি তুলনামূলক ভালো ভোট পায়। কিন্তু এই যোগদানের ফলে সুটিয়া এলাকায় বিজেপির ভোট ব্যাঙ্কে বড়সড় ভাঙ্গন ধরল বলে তৃণমূলের দাবি। চাপড়ার তৃণমূলের ব্লক সভাপতি শুকদেব ব্রহ্ম বলেন, ‘চাপড়া ঘাসফুল শিবিরের দুর্গ। এদিন সুটিয়া এলাকার শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন। এর ফলে চাপড়ায় কার্যত বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
বিজেপি নেতা সৈকত সরকার বলেন, ‘তৃণমূলের লোকজন ভয় দেখিয়ে যোগদান করাচ্ছে। এতে তাদের লাভ কিছু হবে না’