• ট্যাবের টাকা অ্যাকাউন্টে, বৈষ্ণবনগরে ধৃত আরও ১
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায় মালদহে গ্রেপ্তার আরও এক। শনিবার সকালে জেলা পুলিসের সাইবার ক্রাইম থানা সেরাজুল মিয়াঁকে ধরে। পুলিস ও প্রশাসন সূত্রে খবর, ধৃত মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকার তিনশতবিঘি এলাকার বাসিন্দা। শুক্রবার রাতেই তাকে বৈষ্ণবনগর থানায় নিয়ে গিয়ে জেরা করা হয়। প্রথমে ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকার বিষয়টি অস্বীকার করলেও তদন্তকারী আধিকারিকরা একের পর এক প্রমাণ দেখালে মেনে নেয় অভিযুক্ত। রাতেই সেরাজুলকে ইংলিশবাজারে সাইবার ক্রাইম থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে গ্রেপ্তার করে পুলিস। 


    এই প্রথম মালদহ জেলায় দায়ের হওয়া ট্যাবের টাকা লোপাটের ঘটনায় কাউকে গ্রেপ্তার করল পুলিস। গাজোলের বি ডি কেয়ার হাইস্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা জমা হয়েছিল সেরাজুলের অ্যাকাউন্টে।


    পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ট্যাবকাণ্ডে সেরাজুল মিয়াঁকে গ্রেপ্তার করে মামলা শুরু হয়েছে।


    পুলিস সূত্রে জানা গিয়েছে, জেলার ১৯৩ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা চলে গিয়েছিল বিভিন্ন অ্যাকাউন্টে। এক্ষেত্রে সরকারি পোর্টাল হ্যাক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাল্টে দেওয়া হয়েছিল। সেই ১৯৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটি ছিল এই সেরাজুলের। এক পড়ুয়ার টাকা ঢোকার পর সেরাজুল তুলে নিয়েছিল বলেও তদন্তকারীরা জানান।


    সেরাজুলের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও জমা পড়েছে ট্যাব কেনার টাকা। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, নিজের এবং স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল সেরাজুল।


    এর আগে মালদহ জেলা পুলিসের সঙ্গে অভিযান চালিয়ে পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া ট্যাবের টাকা জালিয়াতি কাণ্ডে মালদহ থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)