দিনহাটা বিধানসভা এলাকায় জনসংযোগ যাত্রা শুরু উদয়নের
বর্তমান | ১৭ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, দেওয়ানহাট: শনিবার থেকে দিনহাটা বিধানসভার গ্রামে গ্রামে হেঁটে জনসংযোগ যাত্রা শুরু করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আগামী তিন মাস তিনি বিধানসভার ১৬টি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি শহরের ১৬টি ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অভাব অভিযোগ ও সমস্যার কথা শুনবেন। এই কর্মসূচিতে মন্ত্রী তাঁর নিজের গোটা বিধানসভা জুড়ে হেঁটে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের দুয়ারে পৌঁছবেন। সেইসঙ্গে স্থানীয় বাজারগুলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিকেলের আড্ডায় চা খাবেন। এই জনসংযোগ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বাবুনদা বাড়ি বাড়ি’।
শনিবার প্রথম উদয়ন গুহ এই প্রথম কর্মসূচি শুরু করেন দিনহাটা-২ ব্লকের কিসমত দশগ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। হেঁটে একের পর এক গ্রাম ও পাড়ায় পৌঁছে গিয়ে মন্ত্রী এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনেন। মন্ত্রীকে নিজের এলাকায় পেয়ে ছাঁট গোপালগঞ্জ এলাকার বাসিন্দারা একটি রাস্তা সংস্কারের দাবি জানান। বর্ষার আগেই সেই রাস্তা যাতে সংস্কার করা যায় সেজন্য মন্ত্রী তাঁর দপ্তরের আধিকারিকদের ফোনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে বারবার বার্ধক্য ভাতার জন্য আবেদন করলেও তালিকায় নাম না ওঠার অভিযোগ জানান ছাঁট গোপালগঞ্জ গ্রামের ৭০ বছরের বৃদ্ধ খগেন মোদক। তিনি বলেন, আমার স্ত্রী গোলাপি মোদকের বয়স ৬২ বছর, আমার বয়স ৭০ বছর। বারবার বার্ধক্য ভাতার জন্য আবেদন করলেও এখনও তালিকায় নাম ওঠেনি। এই বয়সে মন্ত্রীর বাড়িতে যাওয়া আমার পক্ষে খুবই কষ্টকর। এদিন মন্ত্রী নিজেই এসেছেন। আমিও তাঁকে কাছে পেয়ে সমস্যার কথা জানালাম। তিনি আমার কাগজপত্র দেখলেন এবং বিডিও’র সঙ্গে যোগাযোগ করতে বললেন। আশা করি এবার তালিকায় নাম উঠবে।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, এদিন থেকে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াব ও তাদের অভাব অভিযোগ শুনব। সেসব সমাধানের জন্য চেষ্টা করা হবে। বিধানসভার প্রতিটি বুথে বাড়ি বাড়ি যাব। বিকেলের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে চা খাব। - নিজস্ব চিত্র।