সংবাদদাতা, ময়নাগুড়ি: অন্যের মারামারি থামাতে গিয়ে চিরদিনের মতো খোয়া গেল বুড়ো আঙুল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ময়নাগুড়ির খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাশিলারাডাঙা। অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। শনিবার জখম ব্যক্তি ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিস।
শুক্রবার বাশিলারডাঙা বাজারে পুজোর আয়োজন হয়েছিল। অভিযোগ, সেই পুজোয় দুই ভাই ঝামেলায় জড়িয়ে পড়েন। এরপর শুরু হয় মারামারি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন জয় রায়। তিনি মারামারি থামাতে যান। অভিযোগ, জয় রায় ঝামেলা থামাতে গেলে তাঁর বাঁ হাতের বুড়ো আঙুল কামড়ে দেয়। আঙুলও ছিঁড়ে দেয়। রক্তাক্ত অবস্থায় সেখানে লুটিয়ে পড়েন জয় রায়। প্রায় ঘণ্টাখানেক পর জয় রায়ের পরিবারের লোকজন এসে তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করান। শনিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে এসে ময়নাগুড়ি থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
জয় বলেন, দুই ভাইয়ের মারামারি চরম পর্যায়ে পৌঁছেছিল। যেকোনও বিপদ হয়ে যেতে পারত। তাই ওদের মারামারি থামাতে গিয়েছিলাম। কিন্তু, তাদের ঝামেলা থামাতে গিয়ে আমার একটি আঙুল সারা জীবনের জন্য খোওয়াতে হল। আমি কৃষি কাজ করি। বড় ক্ষতি হয়ে গেল আমার।
এদিকে শনিবার অভিযুক্তর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। আইসি সুবল ঘোষ বলেন, লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তর খোঁজ চলছে।