• ডেঙ্গুতে লাগাম টানতে দুই দিনাজপুরের সাত পুরসভাকে নিয়ে কর্মশালা সুডার
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: চলতি মরশুমে ডেঙ্গু সহ পতঙ্গবাহিত রোগের ধাক্কা অনেকটাই কাটিয়ে ওঠা গিয়েছে। কিন্তু শহরাঞ্চলের পরিত্যক্ত বাড়ি ও ফাঁকা জমিতে জমে থাকা আবর্জনার ঢিবি হয়ে উঠছে মশার আঁতুরঘর। এর ফলে বেড়ে যেতে পারে ডেঙ্গুর সংক্রমণ। তাই এখন থেকেই উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পুর এলাকার পরিত্যক্ত খালি জমি, বাড়ির আবর্জনা সাফাইয়ে গুরুত্ব আরোপ করতে চায় সুডা (স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি)। শনিবার রায়গঞ্জে একটি কর্মশালায় এই দুই জেলার সাত পুরসভার প্রতিনিধিদের নিয়ে বিশেষ কর্মশালায় এমনই পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে। 


    সুডার প্রতিনিধিদের বার্তা, ডেঙ্গু দমনে সাধারণ  সাফাই অভিযানের পাশাপাশি শহরাঞ্চলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বাড়ি, জমিতে ঢুকে আবর্জনা পরিষ্কারের প্রয়োজন। আগামী বর্ষার আগে দফায় দফায় এব্যাপারে পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে পুরসভাগুলিকে। সরকারি ‘আশ্বাস’ পোর্টালে কীভাবে পরিত্যক্ত জমির ছবি তুলে আপলোড করতে হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুরসভার প্রতিনিধিদের সাহায্য নিতে হবে, সবই আলোচনা হয়।


    রায়গঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সাধনকুমার বর্মণ বলেন, গত ১১ তারিখ কর্মশালা শুরু হয়েছিল। জেলার রায়গঞ্জ, ইসলামপুর, ডালখোলা, কালিয়াগঞ্জ ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর পুরসভার প্রতিনিধিদের নিয়ে কর্মশালা হয়েছে। ডেঙ্গু সহ পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে সতর্কতা নিয়ে আলোচনা হয়েছে। চলতি মরশুমে রায়গঞ্জ পুর এলাকায় ১৭ জনের ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে ৮ জন অন্য জেলা বা ভিনরাজ্য থেকে আক্রান্ত হয়ে এখানে ফিরেছেন।
  • Link to this news (বর্তমান)