সংবাদদাতা, ইটাহার: নয়ানজুলিতে মিনিবাস উল্টে গুরুতর জখম এক শিশু সহ ৫ জন যাত্রী। মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালক, খালাসি সহ প্রায় ১৫ জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের ছয়ঘোরা অঞ্চলের খরনা এলাকায়, গাজোল-হরিরামপুর রাজ্যসড়কে।
গাজোল থেকে হরিরামপুরের উদ্দেশে যাচ্ছিল বাসটি। রাজ্যসড়কের মেরামতের জন্য একটি লরি খরনা স্ট্যান্ড চত্বরে রাজ্যসড়কের ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় হরিরামপুরগামী ওই বাসটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা নয়ানজুলিতে উল্টে যায়। বিকট আওয়াজ শুনে অকুস্থলে আসেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা। কিছু যাত্রী দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বাসে আটকে পড়েন এক শিশু সহ ৫ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে যায় পুলিস। ক্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করে বৈদড়া ফাঁড়িতে নিয়ে আসে পুলিস। ঘন কুয়াশার এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান পুলিস ও স্থানীয়দের।