• রায়গঞ্জ মেডিক্যালে জল জমায় ভোগান্তি
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রায়গঞ্জ: নর্দমার জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী, পরিজন ও স্বাস্থ্যকর্মীদের। রায়গঞ্জ মেডিক্যালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের জরুরি ও বহির্বিভাগে যাওয়ার রাস্তায় এই জল নিয়ে উঠছে প্রশ্ন। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে এভাবে জল দাঁড়িয়ে থাকছে ওই এলাকায়। রায়গঞ্জের বাসিন্দা নিতাই বিশ্বাসের মা ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁর কথায়, হাসপাতালের ভিতরে পরিচ্ছন্নতার অভাব, বাইরেও একই পরিস্থিতি। জল জমে থাকায় সবার ভোগান্তি হচ্ছে।


    এক গর্ভবতীকেও এদিন ওই নোংরা জল পার হয়ে যেতে দেখা গেল। তাঁর স্বামী বললেন, মনে হচ্ছে মেডিক্যালে সুস্থ হতে এসে মানুষ অসুস্থ হয়ে পড়বে। নার্স, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তারক্ষীদের একাংশও জমা জল নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।


    মেডিক্যালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, ওই জল কীভাবে রাস্তার উপর চলে আসছে খতিয়ে দেখছি। দ্রুত সমাধান করা হবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)