বাড়ির সামনে প্রস্রাব করায় বৃদ্ধাকে পিটিয়ে খুন বাগদায়, ধৃত প্রতিবেশী বাবা ও মেয়ে
বর্তমান | ১৭ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, বনগাঁ: বাড়ির সামনে প্রস্রাব করায় এক বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাগদা থানার বয়রা এলাকায়। মৃতার নাম ফুলকুমারী খাঁ (৫৯)। এই ঘটনায় প্রতিবেশী নগেন হালদার ও তাঁর মেয়ে ঝুমুর হালদারকে গ্রেপ্তার করেছে পুলিস। এদিন ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। বেশ কয়েক বছর আগে ফুলকুমারী খাঁর স্বামীর মৃত্যু হয়। বিশেষভাবে সক্ষম এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন তিনি। ভিক্ষাবৃত্তি করে তাঁদের দিন চলত। অভিযোগ, প্রতিবেশী নগেন হালদার বৃদ্ধাকে নানাভাবে হেনস্তা করতেন। মাঝেমধ্যেই তাঁদের মধ্যে বচসা হতো। শনিবার ভোরে ফুলকুমারী নিজের বাড়ির পাশে প্রস্রাব করেন। সেই নিয়ে নগেনের সঙ্গে ফুলকুমারীর ঝামেলা শুরু হয়। অভিযোগ, তখন নগেন মুগুর দিয়ে ফুলকুমারীর মাথায় আঘাত করেন। অভিযোগ, নগেনের মেয়ে ঝুমুরও তাঁকে মারধর করেন। মেয়ে ও বাবার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধা ফুলকুমারীর। খবর পেয়ে পুলিস এসে ঘটনাস্থল থেকে ফুলকুমারীর দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর অভিযুক্ত নগেন পালিয়ে গেলেও পুলিস পরে তাঁকে ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিস। জানা গিয়েছে, নগেন অসহায় বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য নানাভাবে তাঁকে হেনস্তা করতেন। কিছুদিন আগে ফুলকুমারীর বাড়ির একটি তালগাছও নগেন কেটে দেন বলে অভিযোগ। সেই নিয়েও দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়। - ফাইল চিত্র