আর জি করের চেস্ট মেডিসিন ওয়ার্ড অভয়ার নামে করার দাবি
বর্তমান | ১৭ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন ওয়ার্ডকে অভয়ার নামে নামাঙ্কিত করার দাবি তুলল জুনিয়র ডাক্তারদের একটি সংগঠন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এই দাবি করেছে। আগামী ১০ দিনের মধ্যে দাবি পূরণের আর্জি জানিয়েছে তারা। আর জি করের অধ্যক্ষের পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবের কাছে এই দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি জুনিয়র ডাক্তার ফ্রন্টের মতোই আর জি করে সংগঠনের জন্য ঘর দাবি করেছে তারা। রোগীকল্যাণ সমিতি, হাসপাতাল এবং স্বাস্থ্যদপ্তরের যাবতীয় গুরুত্বপূর্ণ কমিটিতে তাদের সংগঠনের প্রতিনিধিত্বও দাবি করেছে এই অ্যাসোসিয়েশন।